রাজধানীর হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর আহ্বান জানিয়েছে বিএনপি।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানান বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি।
প্রায় ২ মাস পর আগামীকাল শনিবার বিকেল ৫টায় শাহজালাল বিমানবন্দরে খালেদা জিয়ার অবতরণ করার কথা রয়েছে।
বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ শুভানুধ্যায়ীদের যথা সময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
এর আগে, খালেদা জিয়া গত ১৫ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান। সেখানে টানা দু’মাস অবস্থান করেন তিনি।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০০৫/মাহবুব