চট্টগ্রাম নগরীর চান্দগাঁও ও বাকলিয়া থানা এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে ১০ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে তাদের আটক করা হয় বলে জানান থানার দায়িত্বশীলরা।
আটককৃতরা হলেন- কাজী হেদায়েত উল্লাহ (৩০) ও খায়রুল ইসলাম (৩২)। এদের মধ্যে হেদায়েত উল্লাহ কুমিল্লা জেলার কোতোয়ালী থানার গাজিপুর কাজীবাড়ি শফিকুল ইসলামের ছেলে। সে নগরীতে চান্দগাঁও থানার কাপাসগোলায় নজরুল সদ্দার বাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতো। আটক খায়রুল কক্সবাজার জেলার সদর থানার কলাতলী এলাকার মো. আব্দুল জব্বারের ছেলে।
চান্দগাঁও থানার ওসি শাহেদুল ইসলাম বলেন, শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে চান্দগাঁও থানার পাশ্ববর্তী একটি ক্লাবের সামনের রাস্তা থেকে একজনকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বাকলিয়া থানার ওসি মো. মহসিন বাংলাদেশ প্রতিদিন বলেন, বৃহস্পতিবার রাত সোয়া একটার দিকে শাহ আমানত সেতু চেকপোস্টে ইউনিক পরিবহনের একটি গাড়িতে তল্লাশি চালিয়ে খায়রুল নামে একজনকে আটক করা হয়। আটক ব্যক্তির স্বীকারোক্ততি অনুযায়ী তার মলদ্বার থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০০৫/মাহবুব