সুপ্রিম কোর্টের রিভিউ রায় পরবর্তী বিভিন্ন অবস্থা নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন করবে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পরিবার।
শনিবার বেলা ১২টায় সুপ্রিম কোর্টের অডিটরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর।
তিনি বলেন, আমাদের পক্ষের আইনজীবীরা বৃহস্পতিবার একটি লিখিত অবেদন করেছিলেন বাবার সঙ্গে দেখা করার জন্য। আজ শুক্রবার সাড়ে ১০টায় কারা কর্তৃপক্ষের জানানোর কথা ছিলো। কিন্তু তারা জানায়নি।
মাবরুর আরও বলেন, সার্বিক বিষয়ে সুপ্রিম কোর্টের অডিটরিয়ামে শনিবার বেলা ১২টায় পরিবারের পক্ষ থেকে আমরা সংবাদ সম্মেলন করবো।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০০৫/মাহবুব