বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক বিক্রেতাকে আটক করেছে পুলিশের আপস্ ইন্টেলিজেন্স সেল। গোপন সংবাদে ভিত্তিতে শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়।
আটক মো. জাহাঙ্গীর হোসেন খান পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাদুরা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।
জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোতয়ালী থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আপস্ ইন্টেলিজেন্স সেলের পরিদর্শকের আলী আহমেদ।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর ২০১৫/ এস আহমেদ