মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মৃত্যুদণ্ডদেশ কার্যকর করার পর তাকে কোথায় দাফন করা হবে তা নিয়ে নানা মত পাওয়া গেছে। পরিবারের সঙ্গে সংশ্লিষ্টরা কেউ এ ব্যাপারে সরাসরি মন্তব্য করছেন না।
তবে স্থানীয় ও পারিবারিক কর্মচারীসহ নানা নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, রাউজানের গহিরাস্থ পারিবারিক কবরস্থানে বড় ভাই সাইফুদ্দিন কাদের চৌধুরীর কবরের পাশেই থাকে দাফন করা হতে পারে। এখানেই দাফন করা হয়েছে তাঁর পিতা ফজলুল কাদের চৌধুরীকে। তাছাড়া পার্শ্ববর্তী উপজেলা রাঙ্গুনিয়ার কাদের নগর অথবা নগরীর আলোচিত সেই গুডহিলের কথাও নানাভাবে শোনা যাচ্ছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রায় ঘোষণার পর থেকেই উপজেলার সর্বত্র নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ফাঁসির পর তাঁকে কোথায় দাফন করা হবে এ ব্যাপারে কোনো নির্দেশনা এখানো পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০০৫/মাহবুব