নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক খামারের মাছ ও সবজি খেত থেকে সবজি লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় প্রতিবাদ করায় পিতা-পুত্রকে রড দিয়ে পিটিয়ে আহত করা হয়।
শুক্রবার সকালে উপজেলার হিরনাল মাঝিপাড়া এলাকায় ঘটে এ ঘটনা। আহত কৃষক মোতালিব মিয়া ও তার ছেলে কামরুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত কৃষক মোতালিব মিয়া জানান, তিনি পূর্বাচল রাজউকের অধিগ্রহণকৃত হিরনাল মাঝিপাড়া এলাকায় এক বিঘা পুকুরে মাছের খামার গড়ে তোলেন। এছাড়া আরেকটি জমিতে সবজি চাষ করেন। একই এলাকার সোহেল, রানা, কবির, জসিমসহ তাদের লোকজন মাছের খামার ও সবজি খেত দখলের চেষ্টা চালিয়ে আসছিলো।
সকাল ৮টার দিকে প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক পুকুরের মাছ ও খেত থেকে সবজি লুট করে নিয়ে যায়। প্রতিবাদ করায় তাকেসহ ছেলে কামরুলকে হকিস্টিক ও রড দিয়ে পিটিয়ে আহত করা হয়। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনার অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর ২০১৫/ এস আহমেদ