যুদ্ধাপরাধী সালাহউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফাঁসির রায় দেওয়ার পর থেকেই কারা এলাকায় নিরাপত্তা জোরদার ছিল, তবে শনিবার বিকেল থেকে আরও বাড়ানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ জোনের ডেপুটি কমিশনার (ডিসি) মফিজউদ্দিন আহমেদ।
শনিবার বিকেল পৌনে ৫টার দিকে তিনি জানান, হঠাৎ করেই অতিরিক্ত নিরাপত্তা বাড়ানো হয়েছে। যদিও আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল, কিন্তু এখন তা তিন স্তরে আনা হয়েছে। এছাড়া কারাগার এলাকায় সব ধরণের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
কারাগার এলাকায় নিরাপত্তা ব্যবস্থায় প্রথম সারিতে রয়েছে পুলিশ বাহিনী, দ্বিতীয় সারিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), তৃতীয় সারিতে কারারক্ষী বাহিনী।
এদিকে, কারা সূত্র জানিয়েছে, ফাঁসির পূর্বে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়- বর্তমানে সে রকম ব্যবস্থাই এখানে নেওয়া হয়েছে। এছাড়া ফাঁসির আগে যেমন সন্দেহভাজন পথচারীদের দেহ ও ব্যাগ তল্লাশি করা হয় এখন সেটাই করছে পুলিশ। অতিরিক্ত র্যাব ও সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিও বাড়ানো হয়েছে।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০০৫/মাহবুব