যুদ্ধাপরাধী জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির রায় কার্যকরকে ঘিরে প্রস্তুত রাখা হয়েছে বিশেষ অ্যাম্বুলেন্স। এর আগে, দুই যুদ্ধাপরধীর ফাঁসির আগেও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছিল।
শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কারা সূত্র জানিয়েছে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে, সে জন্য প্রস্তুত রাখা হয়েছে বিশেষ অ্যাম্বুলেন্স।
এখন শুধুই নিদের্শের অপেক্ষা বলে জানা গেছে। নির্দেশ পেলেই অ্যাম্বুলেন্স কারাগারে প্রবেশ করবে। আরও জানা যায়, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে আসবে অ্যাম্বুলেন্স।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০০৫/মাহবুব