বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের প্রাণভিক্ষার আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবেদন দুটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
আবেদনে কী বলা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেছেন, কারা কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে, দুজনই প্রাণভিক্ষার আবেদন করেছেন। তাঁরা প্রাণভিক্ষার আবেদন ছাড়া আর কিছু পাঠাতে পারেন না। একমাত্র প্রাণভিক্ষার আবেদন করার সুযোগই তাঁদের আছে।
বিডি-প্রতিদিন/ ২১ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন