ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সুজল গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় তারা কয়েক রাউন্ড গুলিও ছুড়ে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর কালিবাড়ী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছিনতাইয়ের টাকা ভাগভাটোয়ারা নিয়ে সাবেক ছাত্রলীগ নেতা সুজল অনুসারী ইমন দত্ত ও রনি আহমদ গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ইমন দত্ত রনির অনুসারীদের লক্ষ্য করে গুলি ছুড়ে অপর পক্ষ। এক পর্যায়ে রনি অনুসারীরা শাহজালাল বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে পালিয়ে যায়। বর্তমানে অবস্থা থমথমে।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন, জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন।
বিডি-প্রতিদিন/ ২১ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন