মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর করার পর বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর লাশবাহী অ্যাম্বুলেন্স রবিবার সকাল পৌনে ৮টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড অংশে প্রবেশ করেছে।
সাকা চৌধুরীর লাশবাহী গাড়িটি আর দুই ঘণ্টার মধ্যে রাউজানে তার বাড়িতে পৌঁছাতে পারে বলে পুলিশের পক্ষে আশা করা হচ্ছে।
চট্টগ্রাম জেলা পুলিশের সাতকানিয়া সার্কেলের এএসপি ইফতেখার হাসান জানান, সকাল পৌনে ৮টার দিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর লাশবাহী গাড়ির বহর চট্টগ্রামের সীতাকুণ্ড অংশে পৌঁছেছে। এটি বর্তমানে চট্টগ্রাম শহর অভিমুখে রয়েছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ‘সাকা চৌধুরীর লাশ সকাল ৯টা নাগাদ রাউজানের গহিরায় পৌঁছাবে বলে আমরা আশা করছি। লাশ পৌঁছানোর পর জানাজা এবং কবর দেওয়ার যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে সাকা চৌধুরীর পারিবারিক কবরস্থানে ছোট ভাইয়ের কবরের পাশে কবর খনন করে প্রস্তুত রাখা হয়ে
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৫/মাহবুব