রংপুরে নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়াত-শিবিরের ৮ কর্মীসহ ৭২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর মো. এমএ মাজেদ জানান, অভিযানে কোতয়ালী থানা পুলিশ বিএনপির দু’জন ও জামায়াতের একজন, পীরগাছায় বিএনপির চারজন ও জামায়াতের একজন কর্মীকে গ্রেফতার করেছে। তিনি আরও জানান, গ্রেফতার এসব বিএনপি ও জামায়াতের কর্মীর বিরুদ্ধে নাশকতার অভিযোগসহ বিভিন্ন মামলা রয়েছে।
এদিকে, জেলা পুলিশ একই সময়ে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পলাতক ৬৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের বিরুদ্ধে মাদক বিক্রি, মাদক সেবন, জুয়া, ছিনতাই, চুরি, ডাকাতি, হত্যা ও খুনের মামলাসহ জিআর ও সিআর মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৫/মাহবুব