চট্টগ্রামের রাউজানে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া যুদ্ধাপরাধী সালাহউদ্দিন কাদের চৌধুরীর দাফনের সংবাদ কাভার করে ফেরার পথে বেসরকারি টেলিভিশন মোহনা টিভির গাড়িতে গুলি বর্ষণ করেছে দুর্বৃত্তরা। এতে মোহনা টিভির নিজস্ব প্রতিবেদক রাজীব সেন প্রিন্স গুলিবিদ্ধ হয়েছেন।
রবিবার সকাল সোয়া ১১টার দিকে উপজেলার গহিরা নামক এলাকায় এ গুলির ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ রাজীব সেনের সঙ্গী এক সাংবাদিক জানান, সালাউদ্দিন কাদের চৌধুরীর দাফনের সংবাদ সংগ্রহ করে তারা রাউজন থেকে চট্টগ্রামে ফিরছিলেন। রবিবার বেলা ১১টার দিকে রাউজনের গহিরা এলাকায় মোহনা টেলিভিশনের মাইক্রোবাসটি পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত লাঠিসোটা উচিয়ে তাদের থামতে বলেন।
তিনি আরও জানান, এ সময় তাদের মাইক্রোবাসটি দ্রুত চলে আসার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে প্রিন্স গুলিবিদ্ধ হন। তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৫/মাহবুব