সিলেটে নিজ দলের ক্যাডারদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন অঞ্জন দেব নামের এক ছাত্রলীগ নেতা। গুরুতর আহতাবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকাল সোয়া ১০টার দিকে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে অঞ্জন ছুরিকাঘাতের শিকার হন।
আহত অঞ্জন ওই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ও ছাত্রলীগ নেতা। তার ওপর হামলাকারীরা ছাত্রলীগ নামধারী শিবির ক্যাডার বলে দাবি করেছেন তার গ্রুপের নেতা মহানগর ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুহেল তালুকদার।
রুহেল তালুকদার জানান, যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় আনন্দ মিছিলে অংশ নেয়ার জন্য অঞ্জন দেব ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গেইটের সামনে দাঁড়ানো ছিলেন। এসময় কাওসার আহমদ, বাপন, ইয়াসিন আব্বাস, ফজলে রাব্বি ও তুহিনসহ কয়েকজন ক্যাডার এসে তার উপর হামলা চালায়। ছুরিকাহত অঞ্জনকে পরে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।
বিডি-প্রতিদিন/ ২২ নভেম্বর, ২০১৫/ রশিদা