সচিবালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
রবিবার এ মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। কিন্তু কারাগার থেকে মির্জা ফখরুলকে আদালতে হাজির না করায় তার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। এরপর আবেদন মঞ্জুর করে ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৫ এর বিচারক রুহুল আমিন এ দিন ধার্য করেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১২ সালের ২৯ এপ্রিল সচিবালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ড. খোন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ ২৯ নেতার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করেন পুলিশ।
এরপর ওই বছরের ৩১ মে মামলা তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক তপন চন্দ্র সাহা ওই ২৯ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৫/মাহবুব