বড় ভাইকে কুপিয়ে হত্যার দায়ে ছোট ভাই নুর মোহাম্মদ ও তার স্ত্রী রহিমা বেগমকে ফাঁসির আদেশ দিয়েছেন চট্টগ্রামের জনরিাপত্তা ট্রাইব্যুনাল। রবিবার জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হোসেনে আরা এ আদেশ দেন।
ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মো.জাহাঙ্গীর আলম বলেন, ২০০৫ সালের ১১ নভেম্বর বড় ভাই আবুল কালামকে কুপিয়ে হত্যা করে নুর মোহাম্মদ ও তার স্ত্রী। ওই দিনই নিহত আবুল কালামের স্ত্রী আনোয়ারা বেগম বাদি হয়ে মিরসরাই থানায় নূর মোহাম্মদ ও তার স্ত্রীকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ২০০৬ সালের ২ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলা জননিরাপত্তা ট্রাইব্যুনালে আসার পর বিচারক দুই আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ গঠন করে। আসামিদের বিরুদ্ধে সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে রবিবার এ রায় প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/ ২২ নভেম্বর, ২০১৫/ রশিদা