চট্টগ্রামে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ মো. সুজন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার সকালে চট্টগ্রাম রেল স্টেশন এলাকায় এ অভিযান চালানো হয়।
মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আলী আসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ সুজনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর ২০১৫/এস আহমেদ