মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার পর ভাই সাইফুদ্দিন কাদের চৌধুরীর কবরের সঙ্গে লাগোয়া পশ্চিম পাশেই দাফন করা হয়েছে। একটু অদূরেই মসজিদের সঙ্গে লাগোয়া কবর আছে তার বাবা সাবেক স্পিকার একেএম ফজলুল কাদের চৌধুরীর।
ঢাকা থেকে সরাসরি রবিবার সকাল ৯টার দিকে লাশ গহিরাস্থ গ্রামের ‘বক্সে আলী চৌধুরী’ বাড়িতে এসে পৌছে। এ সময় ছেলে হুম্মাম কাদের ও স্ত্রী ফরহাত কাদের চৌধুরী তাকে (সাকা চৌধুরী) ফের গোসল করাতে চাইলে পুলিশের হস্তক্ষেপে তা হয়নি। লাশ আসার পর পরিবারের সদস্যরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মাজহারুল ইসলামের কাজ থেকে ছেলে হুম্মাম লাশটি গ্রহণ করেন। নিজ বাড়ি ‘বাইতুল বিলাল’র পাশে নতুন পারিবারিক কবর স্থানেই দাফন করা হয়েছে। জানাযা পড়ান হেফাজতের সিনিয়র নায়েবে আমীর আমির মুহিবুল্লাহ বাবুনগরী। লাশ আসার ৩০ মিনিটের মধ্যেই জানাযাসহ আনুষ্ঠানিকতা শেষ করে দাফনও সম্পন্ন করা হয়েছে। তবে লাশ আসার আগেই পরিবারের সদস্য স্ত্রী ফরহাত কাদের চৌধুরী, ছেলে ফাইয়াজ কাদের চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী, মেয়ে ফারজিন কাদের চৌধুরীসহ পরিবারের অন্যান্য সদস্যরাও।
উপস্থিত চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুস্তাফিজুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সকাল ৯টায় সালাউদ্দিন কাদের চৌধুরীর মরদেহ তার গ্রামের বাড়িতে এসে পৌছায়। জানাযাসহ আনুষ্ঠানিকতা শেষ করে ভাই সাউফুদ্দিন কাদের চৌধুরীর পাশেই দাফন করা হয়েছে। সকালের দিকে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তার আগেই রাত ৩টা ১০মিনিটে রাউজান পৌর এলাকার গহিরায় সাকার পারিবারিক নতুন কবরস্থানে কবর খোঁড়া শুরু হয়। তবে নিরাপত্তার বিষয়টি চিন্তা করে বাড়ির মসজিদের পাশেই জানাজার অনুমতি দেওয়া হয়েছে।
বাড়ির জানাজায় নেই দুই সহোদর:
জানাজায় উপস্থিত ছিলেন না তার দুই সহোদর বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও জামালউদ্দিন কাদের চৌধুরী। তবে গিয়াস কাদের বিকেলে চট্টগ্রাম নগরে গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন। একই সঙ্গে চাচাতো ভাই ও আওয়ামী লীগের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী চট্টগ্রামেই ছিলেন না। এ নিয়ে উপস্থিত মানুষদের মধ্যে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে, এ নিয়ে নানা কানাঘুষাও করেছেন জানাযায় আগতরা। এসময় দুই ছেলে ফাইয়াজ কাদের চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরীসহ পারিবারিক আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।
জানাজা পড়ালেন হেফাজতের নায়েবে আমির:
সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর জানাজার নামাজ পড়ালেন হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির মুহিবুল্লাহ বাবুনগরী। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে সাকার বাড়িতে একটি সাদা কার নিয়ে আসেন। এরপর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স নিজ বাড়িতে পৌছায়।
ছিলেন না রাজনৈতিক নেতারা:
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর গ্রামের বাড়িতে জানাজায় দলীয় কোন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। দীর্ঘদিন রাজনীতি করলেও জীবনের অবসানের শেষ দিনেও কেউ উপস্থিত না থেকে জানাজায় উপস্থিত অনেকেই এসব মন্তব্য করেন। তবে শুধুমাত্র পরিবারের সদস্যদের পাশাপাশি কিছু আত্মীয়-স্বজনের উপস্থিতি দেখা গেছে।
গায়েবা জানাযা:
গ্রামের বাড়িতে সালাউদ্দিন কাদের চৌধুরীর দাফনের পর রবিবার বাদে আসর নগরীর প্যারেড মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, ছেলে ফাউয়াজ কাদের চৌধুরী ও হুম্মাম কাদের চৌধুরী এবং বিএনপি নেতা আবু সুফিয়ান, দক্ষিণ জেলা জামায়াতের আমীর জাফর সাদেকসহ জামায়াত শিবির ও বিএনপির বিপুল নেতাকর্মীও উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ২২ নভেম্বর, ২০১৫/ মাহবুব/ রশিদা