ধর্ম দিয়ে যদি দেশ গঠন করা যেত তাহলে রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করার প্রয়োজন পড়তো না। আমাদের জাতিসত্বা, সংস্কৃতি, ভাষা সব কিছু দিয়ে আমরা বাঙালি জাতি। তাই জঙ্গি, আইএসের হাত থেকে দেশকে রক্ষা করতে সবাইকে দেশ মাতৃকার সেবায় নিয়োজিত হতে হবে।
আজ রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের হল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হল শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর ইসলামের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এম মিজানুর রহমান। লতিফ হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাইদুল ইসলাম প্রমুখ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আটটি হল শাখা ছাত্রলীগের সম্মেলন বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল মাঠে অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/ ২২ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন