যুদ্ধাপরাধী সালাহ উদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের ফাঁসি কার্যকরের আনন্দে তরুণ প্রজম্ম লীগের মিছিলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তরুণ প্রজম্ম লীগের এক সদস্য মারাত্বক ভাবে আহত হয়েছে।
আজ রবিবার বিকেলে জামাল খান মোড়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, আনন্দ মিছিলের পর তরুন প্রজম্ম লীগের সিনিয়র-জুনিয়রকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় একজনের ছুরিকাঘাতে এক তরুন আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২২ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন