রাজধানীর গুলশানে পুলিশ বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পুলিশের ৬ সদস্য আহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে কানাডিয়ান দূতাবাসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
ঘটনাস্থল থেকে সার্জেন্ট দেবপ্রিয় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে গেলে রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
আহত ৬ জনের মধ্যে ৫ জনের নাম নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।
তারা হলেন- কনস্টেবল আব্দুল কুদ্দুস, আফছার, মিজান, রহিম ও মোস্তাফিজ।
আহতদের মধ্যে কুদ্দুস ও আফসারকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে পাঠানো হয়েছে। বাকিদের গুলশান শাহাবউদ্দীন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/২৩ নভেম্বর, ২০১৫/মাহবুব