স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে হলে বাংলাদেশের ন্যূনতম আরেকটি সূচকের মানদণ্ড পূরণ করতে হবে। আর তা হলেই ২০১৮ সালে স্বল্পোন্নত দেশ থেকে বের হওয়ার জন্য তালিকাভুক্ত হবে বাংলাদেশ। এরপর ছয় বছর পর্যবেক্ষণে থেকে ২০২৪ সালে তা কার্যকর হবে।
স্বল্পোন্নত দেশগুলো নিয়ে জাতিসংঘের সহযোগী সংস্থা আঙ্কটাডের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিবেদনে বলা হয়, তিনটি সূচকের (আই সূচক, মানবসম্পদ উন্নয়ন সূচক ও অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক) ভিত্তিতে এই তালিকাটি তৈরি করা হয়। এর মধ্যে অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকের মানদণ্ড ইতিমধ্যে পূরণ করেছে বাংলাদেশ।
অনুষ্ঠানে সিপিডির পক্ষে প্রতিবেদনটি উপস্থাপন করেন সংস্থাটির গবেষণা ফেলো তৌফিকুল ইসলাম খান। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দেবপ্রিয় ভট্টাচার্য ও সংস্থাটির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান।
বিডি-প্রতিদিন/ ২৬ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন