আসন্ন পৌরসভা নির্বাচনে তফসিল ঘোষণা এবং কাউন্সিলর পদে ‘কমন’ ব্যালট পেপার ছাপা হয়ে যাওয়ায় এই মুহূর্তে প্রতীক পরিবর্তন করা সম্ভব নয়। তবে নারী প্রার্থীদের আপত্তি ওঠা প্রতীকগুলো আগামীতে থাকবে না বলে আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার শেরে-বাংলা নগরে নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আশ্বাস দেন ইসি সচিব মো. সিরাজুল ইসলাম।
তিনি বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারী প্রার্থীরা অপমানিত বোধ করেন- এমন প্রতীক রাখা হবে না। এ লক্ষ্যে বিধিমালা ও অন্যান্য প্রয়োজনীয় সংশোধন আনা হবে।”
বিষয়টি নির্বাচন কমিশনের নজরে ছিল উল্লেখ করে সিরাজুল ইসলাম বলেন, “পৌর আইন ও বিধিমালা সংশোধন নিয়ে দ্রুত কাজ করতে হয়েছে। অসাবধানতাবশত এ ধরনের প্রতীক রয়ে গেছে।”
এবারের পৌর নির্বাচনে নারী প্রার্থীদের জন্য গ্যাসের চুলা, চুড়ি, পুতুল, ফ্রক, ভ্যানিটি ব্যাগ, কাঁচি, চকলেট, মৌমাছি, আঙুর ও হারমোনিয়াম প্রতীক হিসেবে রাখায় বিভিন্ন সংগঠনের প্রতিবাদ জানানোর পর এমন সিদ্ধান্তের কথা প্রকাশ করলো ইসি।
সিরাজুল ইসলাম বলেন, “সিইসি আমাকে নির্দেশ দিয়েছেন, যাতে পরবর্তী ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগেই সমস্যার সমাধান করা যায়। এমন প্রতীক রাখা হবে এবং আমরা সজাগ থাকব, যেন প্রতীক নিয়ে নারী সমাজ সন্তুষ্ট থাকেন।”
বিডি-প্রতিদিন/১০ ডিসেম্বর, ২০১৫/মাহবুব