আদিবাসীদের শিক্ষা ও চাকরির অধিকার নিশ্চিতকরণ এবং কোটার পূর্ণ বাস্তবায়নের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আদিবাসী ছাত্র কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিশ্ববিদ্যালয় ডিনস কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়।
এর আগে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন এ সম্মেলনের উদ্বোধন করেন । এরপর একটি র্যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতী ভূষণ মাহাতোর সভাপতিত্বে সম্মেলনে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র উপদেষ্টা প্রফেসর মো. ছাদেকুল আরেফীন ও জাতীয় আদিবাসী পবিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন।
এসময় উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, ‘ঐতিহাসিক কাল থেকেই আদিবাসীরা আমাদের স্বাধীনতা আন্দোলনের সাথে জড়িত উপমহাদেশে তেভাগা আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন ও নাচোল আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে তারা সক্রিয় ভূমিকা রেখেছিল। বাংলা ভূখণ্ড সমৃদ্ধ হবে যখন সব মানুষই হাসি মুখে থাকবে। আর আমাদের মানসিকতা সেভাবেই গড়ে তুলতে হবে।’
এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. কামাল পাশা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অ্যধাপক দুলাল চন্দ্র বিশ্বাস, আদিবাসী ছাত্র পরিষদ রাবি শাখার সভাপতি হেমন্ত মহাতো, বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর ২০১৫/শরীফ