মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক করা রুগ্ণ রাজনীতি বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
শুক্রবার রাজধানীর আরামবাগে দলীয় কার্যালয়ে গণফোরামের স্থায়ী কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ড. কামাল হোসেন বলেন, ‘এগুলো হলো রুগ্ণ রাজনীতি। এ নিয়ে বিতর্কের ব্যাপার হতে পারে? এগুলোর মধ্যে ঢুকে পড়ে সময় নষ্ট করব না।’
এর আগে, সবাইকে সংবিধান মানতে হবে জানিয়ে দলের স্থায়ী কমিটির সভায় তিনি বলেন, ‘যে যে-ই দল করুক না কেন, বাংলাদেশে রাজনীতি করতে হলে সংবিধান অমান্য করার কোনো অধিকার নেই।'
বিডি-প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব