সিলেটের জকিগঞ্জ থেকে বিএসএফ'র ছোড়া একটি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করেছে বিজিবি। আজ শুক্রবার সকাল ১০টার দিকে জকিগঞ্জ উপজেলার আমলশীদ গ্রামের মো. সাজ্জাদুর রহমানের বাড়িতে পুকুর খনন করার সময় মর্টারেশলটি পাওয়া যায়। বিজিবি'র ধারণা, ২০০৬ সালে বিজিবি-বিএসএফ গুলি বিনিময়কালে বিএসএফ মর্টারশেলটি নিক্ষেপ করেছিল।
৪১ বর্ডার গার্ড ব্যাটেলিয়নের (বিজিবি) অধিনায়ক শাহ আলম চেৌধুরী প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমলশীদ গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে সাজ্জাদুর রহমানের বাড়িতে পুকুর খননের সময় অবিস্ফোরিত মর্টারশেলটি পাওয়া যায়। খবর পেয়ে বিজিবি সদস্যরা এটি উদ্ধার করে। ২০০৬ সালে গুলিবিনিময়কালে বিএসএফ মর্টারশেলটি নিক্ষেপ করেছিল বলে ধারণা করা হচ্ছে জানিয়ে শাহ আলম বলেন, পুকুরের পানিতে পড়ায় শেলটি হয়তো তখন বিস্ফোরিত হয়নি।
বিডি-প্রতিদিন/৫ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ