সিলেট সদর উপজেলার ঘোপাল নামক স্থানে সিলেট-সুনামগঞ্জ সড়কে বাসচাপায় প্রথম শ্রেণীর এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঝর্ণা আক্তার (৬) ঘোপাল গ্রামের সিএনজি অটোরিকশা চালক নূর আলীর মেয়ে ও ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বেপরোয়া গতির বাস ঘোপাল এলাকায় স্কুলছাত্রী ঝর্ণাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ঝর্ণা। দুর্ঘটনার পর বাস চালক ও হেলপার পালিয়ে গেছে। বিক্ষুব্ধ জনতা পরে বাসটি ভাঙচুর ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লোকজনকে বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করান।
জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/৬ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ