রাজধানীর সবুজবাগের মাদারটেকে ট্রাকের চাপায় আনুমানিক ৭০ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক নারী নিহত হয়েছেন।
শনিবার ভোররাতে মাদারটেক চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
সবুজবাগ থানার ওসি আব্দুল কুদ্দুস ফকির বলেন, ট্রাকচাপায় আহত ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ৬টার দিকে তিনি মারা যান। তার কাছে ১২শ’ টাকা পাওয়া গেছে। কিন্তু পরিচয় উদ্ধার করার কোনো কিছু পাওয়া যায়নি। ঘাতক ট্রাকটির চালককে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব