সিলেটের মদন মোহন কলেজে এক ছাত্রলীগ কর্মী ছুরিকাহত হয়েছেন। এ ঘটনায় কলেজের শিক্ষার্থীরা ধাওয়া করে ছুরিকাঘাতকারী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সায়েম আহমদকে আটক করে মারধর করেছেন। পরে কলেজ কর্তৃপক্ষ তাকে পুলিশে সোর্পদ করে। আশঙ্কাজনক অবস্থায় ছুরিকাহত সত্যচরণ দাসকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুর ১টার দিকে কলেজ ক্যাম্পাসে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে।
কলেজ সূত্রে জানা যায়, মদন মোহন কলেজে সরস্বতী পূজা উদযাপন পরিষদের সভা ছিল শনিবার। ওই সভায় যোগ দেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগ কর্মী সত্যচরণ দাস।
সভা থেকে বের হয়ে তিনি কলেজের সাইফুর রহমান ভবনের বাথরুমের পাশে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সায়েম আহমদকে দেখতে পান। সায়েমের কোমরে ছোরা দেখে তাকে ক্যাম্পাসে আসার কারণ জানতে চান সত্যচরণ। এনিয়ে বাদানুবাদের একপর্যায়ে সায়েম সত্যচরণের পেটে ও কানে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কলেজের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীরা ধাওয়া করে সায়েমকে মির্জাজাঙ্গাল এলাকা থেকে আটক করে উত্তম মধ্যম দিয়ে অধ্যক্ষের কার্যালয়ে নিয়ে আসে। অধ্যক্ষ ড. আবুল ফতেহ পুলিশ ডেকে সায়েমকে তুলে দেন।
এদিকে, আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সত্যচরণকে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৬ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা