সিলেটের জৈন্তাপুরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সবিতা রাণী বিশ্বাস (২৩) নামে ওই গৃহবধূ জৈন্তাপুরের মোকামবাড়ি আলুবাগানের কিরণ চন্দ্র বিশ্বাস বাবুর স্ত্রী ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সবিতার স্বামী কিরণ, শ্বশুর শ্যাম চন্দ্র, শাশুড়ি পুতুল রাণী ও স্বামীর ভাই সুমন চন্দ্র বিশ্বাসকে আটক করেছে। আজ শনিবার সকালে পুলিশ লাশটি উদ্ধার ও ওই চারজনকে আটক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, দাম্পত্য কলহের জের ধরে শুক্রবার সবিতাকে কয়েক দফা মারধর করে স্বামী কিরণ। রাত ১০টার দিকে কিরণের পরিবার প্রতিবেশীদের জানায়, সবিতা ঘরের তীরের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ আজ শনিবার সকাল সাড়ে ৯টায় সবিতার লাশ উদ্ধার করে এবং স্বামীসহ পরিবারের চার সদস্যকে আটক করে।
জৈন্তাপুর থানার এসআই শাহেদ আহমদ জানান, সুরতহাল প্রতিবেদনের সময় সবিতার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার মৃতু্য রহস্য উদঘাটন করতে জিজ্ঞাসাবাদের জন্য সবিতার স্বামী, শ্বশুর-শাশুড়িসহ চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় সবিতার বাবা কুমোদ বিশ্বাস মামলার প্রস্তুতি নিচ্ছেন।
বিডি-প্রতিদিন/৬ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ