চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)-এ কর্মরত কোনো পুলিশ সদস্যের অতি বাড়াবাড়ি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কমিশনার আবদুল জলিল মণ্ডল। এসময় পুলিশ সদস্যদের মাটির সঙ্গে মিশে গিয়ে মানুষের সেবা করতে আহ্বান জানান।
শুক্রবার রাতে নগরীর দামপাড়া পুলিশ লাইনে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় এ কথা বলেন তিনি।
সাম্প্রতিক সময়ে দেশে পুলিশ সদস্যদের নেতিবাচক ঘটনায় কারণে পুলিশের ভূমিকা যখন প্রশ্নবিদ্ধ ঠিক তখনই পুলিশ সদস্যদের উদ্ধুদ্ধকরণ করতে এ সভা আয়োজন করে সিএমপি। সভায় সিএমপি’র বিভিন্ন জোনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রায় আটশ' সদস্য উপস্থিত ছিলেন। এসময় কমিশনার সমবেত পুলিশ সদস্যদের হাত উচিয়ে শপথ বাক্য পাঠ করান।
সিএমপি কমিশনার জলিল মণ্ডল পুলিশ সদস্যদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আপনাদের ক্ষমতা সীমিত ও আইনানুগ। লাঠি-বন্দুক উঁচু করবেন না। এটা কখনও কাম্য নয়। সিএমপিতে খারাপের কোনো স্থান নেই। সবাই নজরদারিতে রয়েছেন। শুধু আমাদের নয়, মিডিয়ার চোখও পুলিশের ওপর আছে। কারো অতি বাড়াবাড়ি সহ্য করা হবে না। মাটির সাথে মিশে গিয়ে মানুষকে সেবা দিতে হবে।’
রাতে সতর্কতার সঙ্গে টহল দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রাতের অন্ধকারে অপরাধ করলে কেউ দেখবে না তা মনে করলে ভুল করবেন। অপরাধ করলে তার তথ্য-প্রমাণ হাতে পাওয়া কঠিন নয়। অকাজ করলে ধরা পড়তেই হবে। পুলিশের জন্ম মানুষের সেবা করার জন্য, অত্যাচার করার জন্য নয়।’
সভায় অন্যদের মধ্যে উপস্থিল ছিলেন অতিরিক্ত কমিশনার (ট্রাফিক ও প্রশাসন) এ কে এম শহীদুর রহমান এবং অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্যসহ সিএমপি’র ঊধ্বর্তন কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/ ০৬ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা