সিলেট জেলা ও মহানগর বিএনপির বহুপ্রতিক্ষিত কাউন্সিল আগামীতকাল রবিবার অনুষ্ঠিত হবে। সিলেট নগরীর দরগাগেইটস্থ মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে সকাল ১০টায় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. শাহজাহানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবনের পরিচালনায় কাউন্সিলে জেলা শাখার ৫১ জন এবং মহানগর শাখার ৮১ জন কাউন্সিলর তাদের আগামী দিনের নেতৃত্ব নির্বাচন করবেন। দীর্ঘদিন পর কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের উদ্যোগ নেয়ায় সিলেট বিএনপিতে উৎসবের আমেজ বিরাজ করছে। নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য।
বিডি-প্রতিদিন/৬ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ