জিম্মি করে টাকা আদায় করে ওরা। নিজেদের পরিচয় দেন ডিবি কিংবা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে। এক্ষেত্রে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করেন মানুষ, গাড়ি কিংবা দামি কোন পণ্য।
গত দু'বছর ধরে নগরী এবং জেলার বিভিন্ন এলাকায় প্রতারণা করেছেন সমান তালে। অবশেষে এ চক্রের চার সদস্য সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।
তারা হলেন- জয়নাল (৩৫), আলাউদ্দিন (৩৭), ফখরুল (৩৭) এবং দেলোয়ার হোসেন (৩২)। শুক্রবার ও শনিবার টানা দুই দিন চট্টগ্রাম এবং ফেনীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর-দক্ষিণ) বাবুল আকতার বলেন, ‘গ্রেফতার হওয়া চার জনই পেশাদার প্রতারক। তারা প্রতারণা করার সময় নিজেদের পুলিশের সদস্য হিসেবে পরিচয় দেন। তারা বিভিন্ন ব্যক্তি, গাড়ি এবং মালামাল জিম্মি করে টাকা আদায় করে। গ্রেফতারকৃতদের মধ্যে ফখরুল নারী দিয়ে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে জিম্মি করে। আলাউদ্দিন জিম্মির টাকাপয়সা সংগ্রহ করে। এ চক্রের সদস্যদের এ প্রথম পুলিশের হাতে ধরা পড়েছে।’
বিডি-প্রতিদিন/ ০৬ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন