রাজধানীর হাতিরঝিলে প্রাইভেটকারের ধাক্কায় রায়হান (৭) নামে এক শিশু নিহত হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাইভেটকার ধাক্কা দিলে শিশুটি গুরুতর আহত হয়। তৎক্ষণাৎ আবু বকর নামে এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা রায়হানকে তখনই মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বিষয়টি জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ০৬ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন