হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২টি সোনার বার ও একটি সোনার চেইন উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
এ ঘটনায় জড়িত মাজিদ সরকার (৩৫) নামের এক যাত্রীকে আটক করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
শুল্ক গোয়েন্দার মহাপরিচালক মইনুল খান জানান, শনিবার সন্ধ্যা ছয়টার দিকে ওই যাত্রী একটি বিমান যোগে মালয়েশিয়া থেকে ঢাকায় হজরত শাহজালাল বিমানবন্দরে আসেন। এসময় তার আচরণে সন্দেহ হয়। পরে তার দেহ তল্লাশি করা করা হয়। এসময় তার কোমরের বেল্ট থেকে একটি সোনার বার উদ্ধার করা হয়। এ ছাড়া উদ্ধার করা হয় একটি সোনার চেইনও।
এরপর তাকে আটকের পর আরো জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে আরো ১১টি সোনার বার পাওয়া যায়। এই ১১টি বার প্যাকেটে মোড়ানো অবস্থায় তার পায়ুপথে গোপন করে রাখা হয়েছিল। আটক ব্যক্তির বাড়ি কুমিল্লা জেলায় বলে তিনি জানিয়েছে। উদ্ধারকৃত সোনার ওজন প্রায় দেড় কেজি হবে। মাজিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।