রাজশাহী কলেজে ছাত্রলীগের সঙ্গে ছাত্রদল-শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রবিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে জহেদুল ইসলাম ইমনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী কলেজের কলা ভবনের ৩০২ নম্বর কক্ষে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ক্লাস চলছিল। বেলা সোয়া ১১টার দিকে ওই কক্ষের সামনের সারির দিকে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের কর্মীদের সঙ্গে ছাত্রদলকর্মীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্রদলের সঙ্গে এসে ছাত্রশিবির নেতা মতিনসহ তার কর্মীরাও যোগ দেয়। পরে ছাত্রলীগের সঙ্গে ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মীদের সংঘর্ষ বাধে। এতে ছাত্রলীগ কর্মী রিমনসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে জাহেদুল ইসলাম ইমন নামের এক শিক্ষার্থীকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথা ফেটে গেছে।
এদিকে, সংঘর্ষের পরে কলেজে চরম উত্তেজনা দেখা দেয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নগরীর বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক মহিউদ্দিন শেখ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।
বিডি-প্রতিদিন/৭ জানুয়ারি ২০১৬/শরীফ