রাজশাহীর পুঠিয়া উপজেলার মাইপাড়া এলাকায় আবারও এক ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওই নারীর নাম শাহনাজ বেগম (৩৯)। তার স্বামীর নাম আবুল হোসেন। শনিবার গভীর রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ লাশটি উদ্ধার করে আজ রবিবার সকালে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহত শাহনাজ বেগমের ভাই আবদুল লতিফ বাদী হয়ে পুঠিয়া থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, শাহনাজ বেগম রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। তার স্বামী আবুল হোসেন মাইপাড়া বাজারে চালের দোকানে ছিলেন। তাদের কোনো সন্তান নাই। দুর্বৃত্তরা শনিবার গভীর রাতে বাসায় ঢুকে শাহানাজকে কুপিয়ে হত্যা করে চলে যায়। পরে স্বামী আবুল হোসেন বাড়িতে এসে স্ত্রীর ক্ষত-বিক্ষত লাশ পড়ে থাকতে দেখে চিত্কার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর তাকে পুঠিয়া হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি পুঠিয়ার গোপালহাটি গ্রামে মালেকা বেগম নামের এক নারীকে ঘুমন্ত অবস্থায় হত্যা করে দুর্বৃত্তরা। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
বিডি-প্রতিদিন/৭ জানুয়ারি ২০১৬/শরীফ