এক ছাত্রকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের হওয়া মামলায় সাধারণ শিক্ষার্থীদের আসামি করার প্রতিবাদে বিএম কলেজে ছাত্রলীগের একাংশের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। পরে তা পুলিশের ধাওয়ায় পণ্ড হয়ে গেছে। এ সময় পুলিশের লাঠিচার্জে এক ছাত্র আহত হয়েছেন।
সম্প্রতি কলেজ একাডেমিক কাউন্সিলের সভায় ক্যাম্পাসে মিছিল-মিটিং নিষিদ্ধ করা হয়। এর প্রেক্ষিতে রবিবার বেলা ১২টার দিকে কলেজের সামনের সড়কে মিছিল করে করে ছাত্রলীগের একাংশ। ছাত্রলীগ কর্মী হাবিব বিশ্বাস, রাসেল, বাবু, পারভেজ ও শহনেওয়াজের নেতৃত্বে মিছিলটি কিছুদূর অগ্রসর হলে তাদের ধাওয়া করে পুলিশ। এ সময় পুলিশ মৃদু লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
কোতয়ালী থানার ওসি মো. সাখাওয়াহ হোসাইন বলেন, কলেজের সামনের সড়কে ছাত্রদের মিছিল থেকে যানবাহনে ক্ষতি সাধন কিংবা জনভোগান্তির সৃস্টি হতে পারে এই আশংকায় তাদের সরিয়ে দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিএম কলেজ ছাত্র সংসদের বিকল্প হিসেবে গঠিত ছাত্র কর্ম পরিষদের ভিপি মঈন তুষার জানান, পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে গত সপ্তাহে ছাত্র কর্ম পরিষদের ক্রীড়া সম্পাদক ফয়সাল আহমেদ মুন্নাকে কুপিয়ে আহত করে কলেজের এক শিক্ষার্থী। এ ঘটনায় থানায় দায়ের হওয়া মামলায় সাধারন শিক্ষার্থীদের আসামী করা হয়। এর প্রতিবাদে মিছিল বের করলে পুলিশ সাধারণ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।
বিডি-প্রতিদিন/ ০৭ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা