নগরীতে অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ শুকুর আলী নামে এক তরুণকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ত্রিশ হাজার টাকা উদ্ধার করা হয়।
শনিবার রাতে নগরীর খুলশী থানাধীন কুসুমবাগ আবাসিক এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-৭ সহকারী পরিচালক মো. আমিরুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রেতা শুকুরকে গ্রেফতার করার হয়। পরে তার দেহ তল্লাশী চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির প্রায় ত্রিশ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৭ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা