ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পুকুরে ডুবে অজ্ঞাত এক যুবক (৩৫) মারা গেছেন। তার পরনে চেক লুঙ্গি ও শার্ট ছিল।
রবিবার বিকেলে পুলিশ তার লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে নিয়ে যায়।
শাহবাগ থানার এসআই মোমিন জানান, বিকেল ৪টার দিকে ওই ব্যক্তি পুকুরে পড়ে যান। এ সময় কয়েকজন তা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই ডুবুরির দল এসে তাকে উদ্ধার করে। হাসপাতালে আনলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। লাশ মর্গে আছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ