বরিশাল নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোডের সাবান ফ্যাক্টরী এলাকায় অগ্নিকাণ্ডে সাতটি বসতঘর ভস্মিভূত হয়েছে। সাত ঘরে বসবাসরত ২৫টি পরিবারের প্রায় অর্ধকোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সোমবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হতদরিদ্র দিনমজুর।
বরিশাল সদর ফায়ার সার্ভিস ষ্টেশনের সিনিয়র অফিসার মো. আলাউদ্দিন জানান, সাবান ফ্যাক্টরী এলাকায় জলিল মিয়ার বাড়িতে টিনশেড সাতটি ঘরের মধ্যে ২৫টি পরিবার বাস করতো। ওই পরিবারগুলোর সকলে দিনমজুর এবং খেটে খাওয়া মানুষ। সোমবার সন্ধ্যায় আকস্মিক সেখানে অগ্নিকাণ্ডে ঘরসহ ২৫ পরিবারের মালামাল ভস্মিভূত হয়েছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় একঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা আগুনে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সহায়তার আশ্বাস দিয়েছেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রউফ খান বলেন, ক্ষতিগ্রস্থদের তালিকা করা হচ্ছে। তারা যাতে মাথাগুজে থাকতে পারে সে জন্য জেলা প্রশাসন সার্বিক সহায়তা করছে। ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্থদের সহায়তা দেয়ার কথা বলেছেন সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুও।
বিডি-প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ