ঢাকার পাঁচ থানায় ওসি বদল করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সোমবার (০৮-০২-২০১৬) এক আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন বিভাগে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের জনস্বার্থে ডিএমপি'র বিভিন্ন বিভাগে বদলী করেছেন।
সৈয়দ সহিদ আলমকে গোয়েন্দা উত্তর বিভাগ থেকে অফিসার ইনচার্জ রূপনগর থানা, মো. আনিছুর রহমানকে গোয়েন্দা উত্তর বিভাগ থেকে অফিসার ইনচার্জ যাত্রাবাড়ী থানা, মোহাম্মদ আনোয়ার হোসেনকে গোয়েন্দা দক্ষিণ বিভাগ থেকে অফিসার ইনচার্জ শাহআলী থানা, সফিকুল ইসলাম মোল্যাকে পুলিশ পরিদর্শক (তদন্ত) বিমানবন্দর থানা থেকে অফিসার ইনচার্জ শাহজাহানপুর থানা, মো. ইউনুস আলীকে অফিসার ইনচার্জ উত্তরখান থানা থেকে গোয়েন্দা পশ্চিম বিভাগ, শেখ সিরাজুল হককে পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তরখান থানা থেকে অফিসার ইনচার্জ উত্তর খান থানা, মো. রেজাউল হাসানকে অফিসার ইনচার্জ রূপনগর থানা থেকে গোয়েন্দা দক্ষিণ বিভাগ, মো. মেহেদী হাসানকে অফিসার ইনচার্জ শাহজাহানপুর থানা থেকে গোয়েন্দা উত্তর বিভাগ ও অবনি শংকর করকে অফিসার ইনচার্জ যাত্রাবাড়ি থানা থেকে গোয়েন্দা উত্তর বিভাগে বদলী করা হয়েছে।
এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
বিডি-প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ