সোমবার রাতে যারা একটু আগেই ঘুমিয়ে পড়েছিলেন তারা মঙ্গলবার ভোরে উঠে হয়ত একটু অবাকই হয়েছেন। অনেকদিন পর ধূলিমুক্ত ঝকঝকে রাজধানীর দেখা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়েছেন। সোমবার দিবাগত মধ্যরাতের এক পশলা বৃষ্টি রাজধানী ঢাকার বাতাসকে যেন ডিটারজেন্ট দিয়ে ধুয়ে দিয়েছে।
মাঘের শেষের হঠাৎ এ বৃষ্টি শুরু হয় সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে। খুব ভারী বা দীর্ঘ সময়ের বর্ষন নয়, তবুও যেন স্বস্তি। বছরজুড়ে খোঁড়াখুঁড়ি আর শীতের শুষ্ক আবহাওয়ার কারনে ধূলিবালিতে ঢাকার বাতাস যেন অনেকটা ভারী হয়ে উঠেছিল। এক পশলা বৃষ্টিতে নির্মল হয়ে উঠলো বায়ু।
কয়েক মিনিটের হালকা বৃষ্টিতে ভিজে যায় পিচঢালা পথ। অবশ্য সোমবার সন্ধ্যায় আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসেই বৃষ্টির কথা বলা হয়েছিল। তাদের পক্ষ থেকে বলা হয়, ঢাকা ছাড়াও যশোর, কুষ্টিয়া, রাজশাহী ও রংপুরের দু'এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বিডি-প্রতিদিন/০৯ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ