রাজধানীর সবুজবাগ থানা এলাকার পাটোয়ারি গলির একটি বাসা থেকে তপন কুমার (৪০) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক ) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, রাত পৌনে ১০ টার দিকে পাটোয়ারি গলির তিন তলা একটি বিল্ডিং থেকে প্রথমে বিকট গন্ধ পায় আশপাশের লোকজন। বিল্ডিংয়ের তৃতীয় তলার বাসার দরজা বন্ধ থাকায় তাদের সন্দেহ হয়। পরে থানায় খবর দেওয়া হয়। পুলিশ ও সরকারের অন্য আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন এসে দরজা ভেঙে ঢোকে। পরে টর্চ লাইট জ্বালিয়ে খাটের নিচে অর্ধগলিত লাশ পায়। এ সময় লাশটি উদ্ধার করে সবুজবাগ থানায় নিয়ে যায় পুলিশ।
সবুজবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস ফকির বলেন, ওই বাসায় নিহত ব্যক্তি পরিবার নিয়ে ভাড়া থাকত। কিন্তু এখন পরিবারের অন্য কাউকে পাওয়া যাচ্ছে না। বাসায় একটি পাসপোর্ট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাকে ৩/ ৪ দিন আগে খুন করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
বিডি-প্রতিদিন/১১ ফেব্রুয়ারি ২০১৬/এস আহমেদ