গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে কল্পনা আক্তার (২৮) নামে এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার আবদার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
কল্পনা আক্তার ময়মনসিংহের ত্রিশাল থানার বেয়ারা গ্রামের সিদ্দিক মিয়ার স্ত্রী। তিনি গাজীপুরে আকবর কটন মিলের শ্রমিক ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে শ্রীপুর থানার এসআই মো. আশরাফুজ্জামান জানান, কল্পনা স্বামীর সঙ্গে আবদার লাল পুকুরপাড় এলাকার আমির উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে ওই কটন মিলে কাজ করতেন। বৃহস্পতিবার রাত ১০টায় তার কারখানা ছুটি হয়। কিন্তু রাত সাড়ে ১১টা পর্যন্ত কল্পনা বাড়ি না ফিরলে সিদ্দিক মিয়া তাকে খুঁজতে বের হন। এক পর্যায়ে ভাড়া বাড়ির কিছু দূরে একটি ড্রেনে কল্পনার লাশ দেখতে পান।
এসআই আরো জানান, নিহতের গলায় কালচে দাগ রয়েছে। এ ছাড়া আর কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/১২ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ