বরিশাল জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সন্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ কার্যকরি পরিষদের সভাপতিসহ ১১টি পদের মধ্যে ৯টি এবং নির্বাচন উপ-পরিষদের ৫টি পদের মধ্যে ৩টি পদসহ মোট ১২টি পদ পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সম্পাদক কার্যকরী পরিষদ ও নির্বাচন উপ-পরিষদের ২টি করে মোট ৪টি পদে জয়লাভ করেছে ২০ দলীয় জোট সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। আওয়ামী লীগের বিভক্ত অংশ সমর্থিত বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের কেউ কোনো পদে জয়লাভ করেনি।
আজ শুক্রবার সকালে নির্বাচন কমিশনার ভানু রঞ্জন দাস নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত সন্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট মজিবর রহমান ৩৪৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ২০ দলীয় জোট সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৩২২ ভোট। সভাপতি পদে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের অ্যাডভোকেট মো. সাইফুল আলম গিয়াস পেয়েছেন ৩৩ ভোট।
অপরদিকে, ২০ দলীয় জোট সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহম্মেদ পান্না ৩৪৪ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি সন্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট মো. মামুন-অর রশিদ ২৫৫ ভোট পেয়েছেন। সম্পাদক পদে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন দিলু পেয়েছেন মাত্র ৯১ ভোট।
এছাড়া আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সহ সভাপতি পদে রতন কুমার শীল, অর্থ সম্পাদক পদে আতিকুর রহমান রিয়াজ, যুগ্ম সম্পাদক পদে কামরম্নন নাহার তনু ও মো. মিজানুর রহমান টিটু, নির্বাহী সদস্য পদে প্রদীপ কুমার রায় উজ্জ্বল, কে এম গোলাম সরোয়ার রাজিব, একেএম সাইদুল হক খান জুয়েল ও মো. আহাদ আলী খান এবং সদস্য পদে সবুর আহাম্মদ, মো. আসাদুজ্জামান ফিরোজ ও মো. বাহাদুর শাহ নির্বাচিত হয়েছে।
অপরদিকে, ২০ দল সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে সহ-সভাপতি মো. মহসিন-০১, সদস্য পদে মো. লুত্ফর রহমান মোল্লা ও কাজী বসির উদ্দিন নির্বাচিত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণের পর রাতভর গণনা শেষে আজ শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। মোট ৭৯৭ জন ভোটারের মধ্যে ৭০৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিডি-প্রতিদিন/১২ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ