গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার উজিলাব গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা সাইদুর রহমান হিমুকে (২৭) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তার আরো দুই সহযোগীকে আটক করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উজিলাব গ্রামের আলীম উদ্দিনের পরিত্যক্ত বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।
সাইদুর রহমান শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের আব্দুল মান্নানের ছেলে এবং শ্রীপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক। তার সহযোগীরা হলেন উজিলাব গ্রামের মৃত আলীম উদ্দিন মোক্তারের ছেলে হুমায়ুন আহম্মেদ (২৮) ও একই গ্রামের হাছেন মুন্সীর মেয়ে নাসিমা আক্তার (২৩)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উজিলাব গ্রামে আলীম উদ্দিনের পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ তাদের আটক করে।
এ ব্যাপারে আজ শুক্রবার বিকেল ৩টার পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/১২ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ