ভবিষ্যৎ সুস্থ জাতি গড়তে শিক্ষার্থীদের খেলাধুলায় অংশ নেয়া উচিত বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আজ বরিশাল সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের ৫০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথির বক্তৃতায় সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়ে বলেন, 'সুস্থ শরীর ও মন গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ভবিষ্যৎ সুস্থ জাতি গঠনে শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ করা উচিত।'
সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর সচীন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ ও শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক প্রমুখ।
বিডি-প্রতিদিন/১২ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ