রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়ায় এলাকায় দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। এসময় ওই মাইক্রোবাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।
শুক্রবার দুপুরে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
যাত্রবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, দুপুরে একটি সাদা মাইক্রোবাস দ্রুতগতিতে চিটাগাং রোড় থেকে যাত্রাবাড়ীর দিকে আসার পথে শনিরআখগড়া এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
পরে চালক পালিয়ে গেলেও বিক্ষুব্ধ জনতা ওই মাইক্রোবাসে আগুন দেয়।
বিডি-প্রতিদিন/ ১২ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন