নাম তার মো. বেলাল হোসেন। বয়স ৩৫। বিয়ে করেছেন চারটি। প্রথম স্ত্রী পটুয়াখালীর নিজ বাড়িতে। দ্বিতীয়টি থাকে নোয়াখালিতে। তৃতীয়টি থাকে চট্টগ্রামের মীরসরাই। চতুর্থটি নগরের ডেবারপার এলাকায়। বসবাস করছেন পৃথক বাসা ভাড়া নিয়ে। আর এই বেলালই আবার ধর্ষণ করেছে ৮ বছরের এক শিশুকে! চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানা এলাকায় এ ঘটনা ঘটে। ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বেলালকে আজ শুক্রবার দুপুরে নগরীর সিআরবি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বায়েজিদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন জানান, ধর্ষক বেলাল পটুয়াখালীর কলাপাড়া থানার ডাবলুগঞ্জ এলাকার দেলোয়ার হোসেন দফাদারের ছেলে। তার চার স্ত্রী রয়েছে। পৃথক জায়গায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন। ধর্ষণের শিকার শিশুটির পরিবার বায়েজিদ থানার মুক্তিযোদ্ধা কলোনীতে ভাড়া বাড়িতে থাকে। ধর্ষণের শিকার শিশুটি মোহাম্মদ নগর ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/১২ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ